সমর্থনের আশায় তুরস্ক সফরে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:  আফগানিস্তানে নবগঠিত তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্ক সফরে গেছেন। সেখানে তারা তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুসহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর তুর্কি নেতাদের সঙ্গে বিমান চলাচল, বাণিজ্য, আর্থিক সাহায্য ও অভিবাসন ইস্যুতে আলোচনা করার কথা রয়েছে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান গোষ্ঠী। এরপর ৭ সেপ্টেম্বর অস্থায়ী সরকার গঠন করে তারা।

তবে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক সহযোগিতা কমতে থাকে, দেখা দেয় অর্থনৈতিক সংকট। এ কারণে তালেবান সরকার আন্তর্জাতিক সমর্থন লাভের পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল করার চেষ্টা চালাচ্ছে।

সম্প্রতি আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বলেছেন, আফগানিস্তানকে দুর্বল করে কারো লাভ হবে না। কারণ এখানকার পরিস্থিতির প্রভাব পড়বে গোটা বিশ্বের নিরাপত্তা, অর্থনীতি ও অভিবাসনের ওপর।

2022-04-09 16:39:50

2022-04-09 06:39:50

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *