সব রেকর্ড ভেঙে হাজার কোটির ক্লাবে কেজিএফ চ্যাপ্টার ২

মুক্তির পর থেকেই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ডের রচনা করে চলেছে বক্স অফিস মনস্টার ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। এরই ধারাবাহিকতায় চতুর্থ সিনেমা হিসেবে ১ হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করে অলটাইম ব্লকবাস্টার খেতাব পেয়ে গেছে সিনেমাটি। 
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এটিই প্রথম সিনেমা যেটি মাত্র ১৫ দিনে ১০০৬+ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। 
ভারতের বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা খবরটি নিশ্চিত করে জানান, ‘দঙ্গল’, ‘বাহুবলি ২’ ও ‘আরআরআর’-এর পর চতুর্থ ভারতীয় সিনেমা হিসেবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ১ হাজার কোটি রুপির বেশি আয় করলো। 
এদিকে হিন্দিতে অবিশ্বাস্য রেকর্ড গড়েছে ‘কেজিএফ ২’। ইতোমধ্যে ৩৫৩ কোটি রুপি আয় করে ফেলেছে। ফলে সিনেমাটি অলটাইম ব্লকবাস্টার খেতাব পেয়ে গেছে। আরও চমকপ্রদ ব্যাপার হলো, এটি সবচেয়ে কম সময়ে ২৫০ কোটি ও ৩০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। 
প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় কেজিএফ: চ্যাপ্টার ২ সিনেমায় ইয়াশ, সঞ্জয় দত্ত ছাড়াও রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ, শ্রীনিধি শেঠিসহ আরও অনেকে অভিনয় করেছেন। 
২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিলো। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে পরিচালক প্রশান্ত ও নায়ক ইয়াশের কাছ থেকে।

2022-04-30 17:45:35

2022-04-30 17:45:35

Published
Categorized as 20

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *