ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বিরুদ্ধে নির্বাচন বিধি বহিঃর্ভুত যে সব আলামত আছে তা আমলে নিয়ে আজকালের মধ্যে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা-৫ ও ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আয়োজিত বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য নিক্সন, জেলা প্রশাসক ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালাগাল করেন।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00