সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

বুধবার ১২ আগস্ট বেলা ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পোস্টে রুমিন ফারহানা বলেন, আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।

২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন-৫০ নং আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

তুখোড় বক্তা হিসেবে পরিচিতি পাওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

কিন্তু সেখানে মনোনয়ন দেওয়া হয় উকিল আব্দুস সাত্তারকে। পরবর্তীতে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনায়ন দেয় বিএনপি।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *