ভারতীয় সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান ছিলেন ড: আম্বেদকর। পরবর্তীকালে আম্বেদকর যখনি কোন বিষয়ে তার ভিন্নমতের কথা তুলে ধরতেন তখনি কংগ্রেসীরা তার উপর হামলে পড়তেন। তাদের কমন যুক্তি ছিলো এ সংবিধানতো আপনারই বানানো, আপনি কেনো এর বিরুদ্ধে কথা বলছেন?
এমনি এক পরিস্থিতিতে ১৯৫৩ সালে ‘অন্ধ্র রাজ্য বিল’ নিয়ে বিতর্কের এক পর্যয়ে তিনি বলেছিলেন …সংবিধান রচনার ক্ষেত্রে আমি ছিলাম কংগ্রেসের ভাড়া করা ঘোড়ার মতো। আমাকে যা করতে বলা হয়েছে আমি তাই করতে বাধ্য ছিলাম। আমার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছুই আমাকে করতে হয়েছে। আমার একজন বন্ধু বললেন গণপরিষদে আমি সংবিধানের পক্ষে সওয়াল করেছি। এর জবাবে আমার বক্তব্য হলো — আমরা উকিলরা বহু জিনিষের পক্ষে সওয়াল করি; কিন্তু তার অর্থ এই নয় যে, সেটাই আমার মতামত। আপনাদের অভিযোগ আমি সংবিধান লিখেছি, ওটা নাকি আমার সংবিধান। তাই যদি হয়…….. তাহলে আমি বলছি আমিই প্রথম ব্যাক্তি যে ঐ সংবিধান পুড়িয়ে ফেলতে প্রস্তুত। আমি এই সংবিধান চাই না । এটা কারুর পক্ষে ভালো নয়।
আমাদের দেশের সংবিধান প্রণয়নকারীদের বক্তব্য কি? স্বাধীনতার প্রায় ৫০ বছর পরে যখন জনগনকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার দুঃসাহস দেখানোর জন্য সকল রাজনৈতিক দল মিলে বিপ্লবী আহ্বান জানা্েতে বাধ্য হচ্ছে তখন খুব জানতে ইচ্ছে করছে। তারা কি তাদের প্রণীত এই ‘মহাপবিত্র সংবিধান’ নিয়ে কিছু বলবেন?
হাসনাত কাইয়ুম
ঢাকা, বাংলাদেশ।
2021-03-15 22:22:56
2021-03-15 11:22:56