পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব। এই কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব খেলবেন কিনা এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে দেশে ফিরেছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে বুধবার (২০ এপ্রিল) দেশে ফিরেন সাকিব। ক্রিকেট থেকে অনেক দিন দূরে ছিলেন বলে চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব।
সাকিবের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব সুপার লিগ নিশ্চিত করতে না পারায় মাশরাফি বিন মর্তুজার দল লিজেন্ডস অব রূপগঞ্জে খেলবেন তিনি। আসন্ন সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিতে ডিপিএলে খেলবেন সাকিব। নিজেকে প্রস্তুত করতে সুপার লিগের চারটি ম্যাচ খেলার অপেক্ষায় সাকিব।
এদিন সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত গণমাধ্যমকে শ্রীলঙ্কা সিরিজে খেলার বিষয়টি নিশ্চিত করে সাকিব বলেন, আমার মনে হয় না শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে কোনো সন্দেহ ছিল। যদি জরুরি কিছু থাকতো তাহলে সেটা অন্য জিনিস। হ্যাঁ, অবশ্যই শ্রীলঙ্কা সিরিজে খেলব। যদি ওই পর্যন্ত সুস্থ থাকি তাহলে অবশ্যই খেলব।
উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। আগামী ১৫ মে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তারা। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ২৩ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
2022-04-19 20:01:54
2022-04-19 20:01:54