শ্রীলঙ্কা সফরে বিপুল অর্থ খরচ করতে হবে বিসিবিকে

আসন্ন শ্রীলঙ্কা সিরিজে বড় ধরণের আর্থিক খরচের সম্মুখীন হতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। একটি সূত্র থেকে জানা গেছে সফরটি সফলভাবে শেষ করতে চার থেকে পাঁচ কোটি টাকা ব্যয় হতে পারে বিসিবির।

কলম্বোতে পাঁচ তারকা হোটেলে থাকার জন্য প্রত্যেক ক্রিকেটারের পেছনে প্রতিদিন ১৫০ ডলার গুণতে হবে বিসিবিকে। এছাড়াও ৭০ জনের একটি কক্ষের জন্য ১০ হাজার ৫০০ ডলার খরচ করতে হবে বোর্ডকে।

সেক্ষেত্রে সবমিলিয়ে ২১ দিন অনুশীলন পর্ব চলাকালে ২ লাখ ২০ হাজার ৫০০ ডলার ব্যয় করতে হবে বোর্ডকে। বাংলাদেশী মুদ্রায় যার মূল্য ১ কোটি ৮৩ লাখ টাকা। তার উপর ক্রিকেটার এবং কোচিং স্টাফদের যাতায়াত এবং করোনা পরীক্ষার খরচ তো থাকছেই। যদিও বিসিবি চাইছে খরচ যতটা সম্ভব কমিয়ে আনতে।

তবে মাত্র তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য এত অর্থ খরচ করার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছেই। অবশ্য করোনাভাইরাসের এই সঙ্কটপূর্ণ পরিস্থিতিতে ক্রিকেট ফেরাতে অনেকটাই মরিয়া বিসিবি। আর সেকারণে অধিক খরচ করেও সিরিজ আয়োজন করতে পিছপা হতে চাইছে না তারা।

করোনাকালে ক্রিকেট ফেরানোর জন্য কিছুদিন আগে বিপুল খরচ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে পূর্ণাঙ্গ নিরাপত্তা প্রদানের জন্য সবরকম ব্যবস্থা করে তারা। জৈব সুরক্ষিত পরিবেশ সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করতে হয় তাদের।

2021-05-04 22:46:15

0000-00-00 00:00:00

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *