এবার ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে ১৬০ রানের টার্গেট তাড়ায় প্রথম ওভারেই আউট ক্রিস গেইল। দলীয় ২৬ রানে ফেরেন আরেক ওপেনার এভিন লুইস।
এদিন শুরুর এই ধকল সামলিয়ে অখ্যাত বাঁহাতি বোলার ডমিনিক ড্রেকসের বীরত্বে শেষ বলের নাটকীয় জয়ে সিপিএল শিরোপা জিতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
গতকাল বুধবারের ফাইনালে দুই দলের সামনেই সিপিএলের প্রথম শিরোপা জয়ের হাতছানি ছিল। তাতে ডমিনিক ড্রেকসের সৌজন্যে শেষ হাসি হাসল সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
এদিন সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে রুদ্ধশ্বাস ফাইনালে আগে ব্যাট করে ১৫৯/৭ রান করে সেন্ট লুসিয়া কিংস। টার্গেট তাড়ায় শেষ বলে সিঙ্গেল নিয়ে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সেন্ট সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
2021-09-30 16:42:33
2021-09-30 06:42:33