প্রিয় পাঠক,
সবাইকে শুভেচ্ছা, অভিবাদন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ। স্বীকৃত প্রতিটি সংবাদ প্রতিষ্ঠানের একটাই লক্ষ্য থাকে, তা হলো জনগনের কাছে সঠিক নির্ভুল ঘটনা গুলো তুলে ধরার, সেই লক্ষে নতুন এক প্রত্যাশা নিয়ে অষ্ট্রেলীয়ান নিবন্ধিত “AusBangla News” পত্রিকাটি আমরা শুরু করতে যাচ্ছি।
পত্রিকাটির উদ্দেশ্য সমসাময়িক ঘটনা এবং ঘটনাগুলি যথাসম্ভব সত্যতার সাথে প্রকাশ করা; প্রাথমিকভাবে এটি একটি অনলাইন সংবাদপত্র; তবে প্রত্যাশিত যে ভবিষ্যতে একটি মুদ্রণ সংস্করণ প্রকাশিত হতে পারে। আমাদের একমাত্র প্রত্যাশা, সামনের দিনগুলোতে ইতিবাচক খবর ছড়িয়ে দিতে চাই বিশ্বব্যাপী।
বাংলাদেশের গৌরব পৃথিবীজুড়ে, আশা করি বাংলাদেশ হতে ১৪ হাজার কিলোমিটার দুরে অষ্ট্রেলিয়ার সিডনি হতে পত্রিকাটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনে খবর প্রকাশে অঙ্গীকার বদ্ধ থাকবে। পত্রিকাটির সব সাংবাদিক ভাই-বোন সহ পত্রিকার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মোহাম্মদ কামরুল ইসলাম
প্রধান সম্পাদক
2021-09-01 04:58:24
2021-08-31 18:58:24