শিরোপা উৎসবে ওয়েডদের জুতোয় করে বিয়ার পান

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সবমিলিয়ে ক্রিকেটে এটি তাদের ষষ্ঠ বৈশ্বিক শিরোপা। তাই তো বাঁধভাঙা উচ্ছ্বাস পেয়ে বসেছে দেশটির ক্রিকেটারদের।  
ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে ড্রেসিংরুমে উৎসব করেছে গ্লেন ম্যাক্সওয়েলরা। নাচে গানে উল্লাসে মেতে উঠেছিলেন তারা। উৎসবে মেতে অজি ক্রিকেটাররা কি করবে মানে ঠিক কিভাবে উদযাপন করবে সেটাই যেন ভেবে পাচ্ছিলেন না।  
শিরোপা উদযাপনে অভিনব কিছু করতে গিয়ে এক কাণ্ড ঘটিয়ে ফেলেন ম্যাথু ওয়েড। জুতোর মধ্যে ঢেলে খান বিয়ার। সেই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তাকে দেখে জুতোকে বিয়ার খাওয়ার গ্লাস বানিয়ে ফেলেছিলেন মার্কাস স্টয়নিসও।  
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এই উৎসব নিশ্চিত চলবে আরও কয়েক দিন। ড্রেসিং রুম থেকে গ্লেন ম্যাক্সওয়েল এক টুইট বার্তায় জানিয়ে দিলেন তেমন আভাস, ‘আমাকে আগামী কয়েক দিন খুঁজে পাবে না বন্ধুরা, উল্লাস!’  
আইসিসির এক ভিডিওতে দেখা যায় অস্ট্রেলিয়ার সাজঘরে ম্যাক্সওয়েল ঢুকেন স্কি গগলস পরে। এর পরই শুরু হয়ে যায় হৈ-হুল্লোর আর উৎসব।

2021-11-15 04:08:09

2021-11-15 04:08:09

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *