শাহরুখ পুত্রকে ক্লিনচিট দিল এনসিবি’র বিশেষ তদন্তকারী দল

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ছবির মধ্য দিয়ে দীর্ঘ চার বছর পর রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন শাহরুখ খান। 
একইদিন আরও একটি খুশির খবর এসেছে খান পরিবারে। আর সেটি হলো- মাদকযোগে কোন প্রমাণ না পাওয়ায় আরিয়ান খানকে ক্লিনচিট দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। 
জানা গেছে- মাদক মামলায় মাসের পর মাস তদন্তের পর আরিয়ান খানের বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল (SIT)। 
কোনও বড় ষড়যন্ত্রের অঙ্গ নন শাহরুখপুত্র। অপরাধও করেননি। এমনটাই নাকি বেরিয়ে এসেছে সিটের তদন্তে। 
গত বছরের ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই আরিয়ান খান আটক করা হয়। পরে ৩ অক্টোবর গ্রেফতার করা হয় শাহরুখ পুত্রকে। এরপর প্রায় এক মাস মুম্বাইয়ের আর্থার রোড জেলে থাকার পর গত ২৮ অক্টোবর আরিয়ানের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট।

2022-04-09 16:35:27

2022-04-09 06:35:27

Published
Categorized as 20

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *