ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবারের মত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কের আন্তালিয়া শহরে আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামের আলোচনার ফাঁকে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা আন্তালিয়ায় যান। এর আগে বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভও তুরস্কে পৌঁছেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলুর আমন্ত্রণে বৈঠকে অংশ নিতে তারা তুরস্কে গেছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টুইট বার্তায় বলেন, আমরা আশা করছি এই বৈঠকের মাধ্যমে বিবাদমান দুই পক্ষ শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একমত হবেন। আমরা আশা করি যে এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হবে। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার দিক থেকে এটিএকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রসঙ্গত, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়াকে কেন্দ্র করে গত বছরের শেষের দিন থেকে দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। পরে গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা।
স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করে তারা। তাদের হামলা প্রতিহত করতে লড়াই চালিয়ে যায় ইউক্রেনের সেনারা। দুই দেশের সেনাদের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ চলমান রয়েছে।
2022-04-09 16:35:27
2022-04-09 06:35:27