যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই না সিদ্ধান্তকে ভালো সংবাদ বলে মন্তব্য করেছেন জো বাইডেন।
সাংবাদিকদের বাইডেন বলেন, এই একটা বিষয়ে তার সাথে আমি একমত। এটা খুব ভালো যে তিনি দেখানোর জন্য কিছু করছেন না।
গত শুক্রবার (৮ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় শপথ গ্রহণ অনুষ্ঠানে না থাকার ঘোষণা দেন। তিনি বলেন, ২০ জানুয়ারির শপথ অনুষ্ঠানে আমি যাচ্ছি না। তার এই ঘোষণার পর জো বাইডেন এমন প্রতিক্রিয়া জানান।
ডোনাল্ড ট্রাম্প দেশকে বিব্রতকর অবস্থায় ফেলেছেন। দায়িত্বে থাকার মতো যোগ্যতা আর তার নেই- বলে বাইডেন।
গত বুধবার (৬ জানুয়ারি) ক্যাপিটল ভবনে সমর্থকদের হামলার পর অভিশংসনের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বাইডেন বলেন, তার (ট্রাম্প) সম্পর্কে আমার যে খারাপ ধারণা ছিল, তাকেও তিনি ছাড়িয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি সবচেয়ে অদক্ষ প্রেসিডেন্ট।
এদিকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাইডেন পেন্সের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
2021-05-04 19:40:38
2021-01-08 17:12:02