ভারতের বিপক্ষে শেষ টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন স্টিভেন স্মিথ। এতেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
টেস্ট ক্রিকেটে সাড়ে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তবে সবচেয়ে কম ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন স্মিথ। টেস্টে এই কীর্তি গড়তে ১৩৯ ইনিংস খেলেছেন স্মিথ।
এই মাইলফলক স্পর্শ করতে গিয়ে স্মিথ টপকালেন ভারতের দুই কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেবাগকে। শচীন ও শেবাগ ১৪৪ ইনিংস খেলে এই রেকর্ড গড়েছিলেন।
এছাড়াও স্মিথ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট গ্যারি সোবার্স ও সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারাকেও ছাড়িয়ে গেছেন। ১৪৭ ইনিংস খেলে সাড়ে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তারা।
2021-03-13 20:37:34
2021-01-18 05:10:14