শকুনও মরা গরু খায় ডানা দিয়ে ঢেকে

বাংলাদেশে বাসে আগুন দিবার ঘটনা আজকেই (১২/১১/২০২০) প্রথম তা কিন্তু নয়। বাসে আগুনের ঘটনা ঘটলেই একদল আরেক দলের দিকে আঙুল তুলে। এমন ঘটনাও ঘটতে দেখা গেছে যে, কিছু মানুষ বাসে আগুন দিচ্ছে আর সাংবাদিক সেই আগুন দিবার ছবি তুলছে (এমন ঘটনা ইলেকট্রিক মিডিয়া সহ সকল মিডিয়াতে প্রচারিত হয়েছিল)। বাস পোড়ার ঘটনার কোন বিচার হয় নাই, এই উন্নয়নের বাংলাদেশে। বাসে পুড়ে যে সকল মানুষ পুঙ্গ হয়েছিল মৃত্যুর কোলে ঢলে পড়েছিল তাদের কথা বেমালুম ভুলে গিয়ে, তাদের উপেক্ষা করেই নতুন সরকার গঠন হয়েছে, এই বাংলাদেশে। এই দেশের জনগণ যে রাষ্ট্রের কাছে মূল্যহীন তার উৎকৃষ্ট প্রমাণ মিলেছে ২০১৮ এর নির্বাচনে। চাপা পড়েছে সকল কথা।

এই দেশে জনগণের জানমাল নিরাপদ নয়। আমাদের রাষ্ট্র পরিচালনার ব্যবস্থার কারণেই তা সম্ভব নয়; নির্বাচন কমিশনার আমেরিকার নির্বাচন নিয়ে বেহায়ার মত ব্যঙ্গ করবার সুযোগ পায়। জনগণের অধিকার যে সুরক্ষিত হয় নাই এবং নির্বাচন কমিশনার যে একক ব্যক্তির (প্রধানমন্ত্রীর) আজ্ঞাবহ, তার প্রমাণ নির্বাচন কমিশনারের মন্তব্য। কমিশনারের নির্লজ্জ বেহায়া মন্তব্য মনে করিয়ে দেয়, প্রাচীন প্রবাদ ‘শকুনও মরা গরু খায় ডানা দিয়ে ঢেকে’। আমাদের রাষ্ট্র ব্যবস্থা এতটাই উলঙ্গ এবং আজ্ঞাবহ যে এখানে নুন্যতম লজ্জাবোধের আর দরকার হয় না। এই রাষ্ট্র পরিচালনার নীতি / ব্যবস্থা সংস্কার না করে জনগণের কোন সমস্যারই সমাধান হবে না। এই রাষ্ট্র ব্যবস্থার অধীনে ক্ষমতায় থাকা মানুষরাও নিরাপদ নয় বলেই, তারা তাদের লুণ্ঠিত সম্পদ বিদেশে পাচার করে, করতে হয়। বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে, করতে হয়। জনগণের জানমালের নিরাপত্তার জন্য এই রাষ্ট্র সংস্কার জরুরী। রাষ্ট্র সংস্কারের রাজনীতি ছাড়া কোন রাজনীতিই জনগণের জান মাল নিরাপদ করতে পারেনা, পারবেনা। আগামী দিনের রাজনীতি রাষ্ট্রব্যবস্থা সংস্কারের রাজনীতি।

আদীল
ঢাকা

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *