ল্যাকেম্বার A2Z Clinic ডাক্তার কোভিডে আক্রান্ত

সিডনির বাঙ্গালী এলাকা ল্যাকেম্বার A2Z Clinic, ৯৬ হেল্ডন স্ট্রীটে দুজন জিপি কোভিডে আক্রান্ত হয়েছে বলে নিউ সাউথ ওয়ালসের স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। যে বা যারা ২৫শে সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ল্যাকেম্বার A2Z Clinic সেন্টারে ভিজিট করেছেন তাদের সকলকে নিউ সাউথ ওয়ালসের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অবশ্যই কোভিড টেষ্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর যারা ২৯ সে সেপ্টেম্বর থেকে ১০শে অক্টোবর পর্যন্ত A2Z Clinic ভিজিট করেছেন তাদেরকে নিউ সাউথ ওয়ালসের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে কোভিড লক্ষণ দেখা মাত্রই টেষ্ট করে নিশ্চিত হয়ে সেল্ফ আইসোলেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও ল্যাকেম্বার হেল্ডন স্ট্রীটের ISRA medical centre এ যারা ৫ই অক্টোবরে সন্ধ্যা ৭:১৫ থেকে ৭:৪০ এবং হেল্ডন স্ট্রীটেরই Ali Dine In নামক রেষ্টুরেন্টে যারাই গিয়েছিলেন তাদের ও কোভিড-১৯ এর লক্ষণ সমূহের ব্যাপারে সর্তক করা হয়েছে এবং তাদের আগামী ১৪ দিনের জন্য হোম কোরেনটাইনে থাকতে বলা হয়েছে।

2021-05-04 18:41:10

0000-00-00 00:00:00

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *