লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ৭৪ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। জাতিসংঘের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার লিবিয়ার খোমস উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নৌকাডুবির ঘটনায় এখনো নিখোঁজ থাকা লোকজনকে উদ্ধারে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে কোস্টগার্ড। সঙ্গে স্থানীয় জেলেরাও আছেন।বন্দরনগরী খোমস লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

নৌকাটিতে অন্তত ১২০ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে নারী, পুরুষ ও শিশু ছিল। নৌকাটি ডুবে যাওয়ার পর ৪৭ জনকে জীবিত উদ্ধার করে তীরে আনা হয়। আর এখন পর্যন্ত ৩১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সবশেষ এ ঘটনাকে ভূমধ্যসাগরে নৌকাডুবির ‘সিরিজ’ ট্র্যাজেডির অংশ হিসেবে বর্ণনা করেছে আইএমও। চলতি বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে আরও অন্তত আটটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।

গত দুই দিনে মধ্য ভূমধ্যসাগরে দুটি নৌকাডুবির ঘটনায় আরও অন্তত ১৯ জন মারা গেছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যমতে, গত সাত বছরে সমুদ্রপথে ২০ হাজারের বেশি।অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

চলতি বছর মধ্য ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকাডুবির ঘটনা আবার বেড়েছে। অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য অনেক অভিবাসনপ্রত্যাশী সমুদ্রপথ বেছে নিচ্ছেন। বিপজ্জনক এই সমুদ্রযাত্রায় পথেই অনেকে সবচেয়ে করুণ পরিণতি বরণ করছেন।

ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে চলতি বছর অন্তত ৯০ জন মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন।

2021-05-04 20:31:43

0000-00-00 00:00:00

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *