লিবিয়ার সাবেক ডিক্টেটর গাদ্দাফির পুত্রের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন আপাতত শেষ হয়ে গেছে। দেশটির নির্বাচন কমিশন এরই মধ্যে তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছে। কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
তারা বলছে, সাইফ আল-ইসলাম গাদ্দাফির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো যোগ্যতাই নেই। আগামী ডিসেম্বর মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
কমিশনের তথ্য মতে, অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার জন্য ইতোমধ্যে সাইফ গাদ্দাফির শাস্তি হয়েছে। তাই তিনি দেশের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার যোগ্যতা হারিয়েছেন।
আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাদ্দাফি যুগের অবসানের পর লিবিয়াজুড়ে যে সংঘাত চলছে, এই নির্বাচনকে সেই সংঘাত থামানোর মাধ্যম মনে করা হচ্ছে।
গত ১৪ নভেম্বর সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সাইফের পাশাপাশি আরও ২৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
আইন অনুযায়ী অযোগ্য ঘোষিত প্রার্থীরা তাদের প্রার্থিতার বিষয়ে আদালতে আপিল করতে পারবেন।
2022-04-09 16:38:01
2022-04-09 06:38:01