রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কিত জাতীয় কমিটির বৈঠক

বাংলাদেশে অবস্থানরত দেশচ্যুত মিয়ানমার নাগরিক রোহিঙ্গা সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে আজ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এ সভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ‍্য অফিসার) মো. শরীফ মাহমুদ অপু সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) ক্যাম্প এলাকায় ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন, আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল কার্যক্রমের সমন্বয় করা হবে। একই সঙ্গে কমিটি প্রত্যাবাসন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স, ভাসানচরে স্থানান্তরের লক্ষ্যে গঠিত জাতীয় এক্সিকিউটিভি কমিটির কার্যক্রম, নিরাপত্তা প্রদান, মূল্যায়ন, ও রোহিঙ্গা নাগরিকদের বিষয়ে গৃহীত সব কার্যক্রম পর্যবেক্ষণ, পুনঃনিরীক্ষণ ও পরামর্শ দেওয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলোও দেখবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে ৭ লাখের বেশি রোহিঙ্গা শরনার্থী বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এর আগেও ছিল ৪ লাখ।

2021-03-13 20:37:34

2021-01-05 12:14:14

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *