রোনালদোকে ভুলে যেতে বলছেন জুভেন্টাস কোচ

স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদো এখন আর তুরিনের কেউ নন। দুই দিন আগেই জুভেন্টাস-চ্যালেঞ্জ শেষ করে আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন। নতুন করে পুরোনো ক্লাবের হয়ে মাঠে নামতে একটু অপেক্ষায় থাকতে হচ্ছে ৩৬ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডকে। আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হয়তো ইউনাইটেডের জার্সি গায়ে চাপাতে পারবেন রোনালদো।

রোনালদোকে নিয়ে ইউনাইটেড কেমন করবে, সেটা জানতে তাই অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু তাঁকে ছাড়া জুভেন্টাস কেমন করবে, তার একটা ইঙ্গিত গতকালই মিলেছে। দুর্বল এম্পোলির কাছে ঘরের মাঠেই জুভেন্টাস হেরে গেছে ১-০ গোলে। এ অবস্থায় রোনালদোর সঙ্গে বিচ্ছেদের দুঃখটা জুভেন্টাস সমর্থকদের আরও বড় মনে হতে বাধ্য। কিন্তু জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলছেন রোনালদোর কথা ভুলে যেতে।

লিগে আগের ম্যাচেও ধাক্কা খেয়েছিল জুভেন্টাস। নিজের দলবদল নিয়ে অনিশ্চয়তার মধ্যে উদিনেসের বিপক্ষে সেই ম্যাচে একাদশ থেকে নাম কাটিয়ে নিয়েছিলেন রোনালদো, দ্বিতীয়ার্ধে যখন বদলি হিসেবে নেমেছিলেন, জুভেন্টাস এগিয়ে ছিল ২-১ গোলে।

নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ছিল ২-২, পরে যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে দলকে জেতানোর উদ্‌যাপন করেই ফেলেছিলেন রোনালদো। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সে গোল বাতিল করে দেওয়ায় ড্র মেনে নিতে হয়েছিল জুভেন্টাসকে। সে ম্যাচটাই এই ক্লাবে রোনালদোর শেষ ম্যাচ হয়ে থাকল।

সেদিন তবু ড্র করেছিল, কাল তো হেরেই গেল জুভেন্টাস! রোনালদোর বিদায় যে দলে বড় শূন্যতা সৃষ্টি করছে, সেটা স্বীকার করতে আপত্তি নেই আলেগ্রির। কিন্তু যাঁকে পাচ্ছেন না, তাঁকে নিয়ে পড়ে থাকতে আর রাজি নন কোচ, ‘ক্রিস্টিয়ানো জুভেন্টাসে তিন বছর কাটিয়েছে, অনেক গোল করেছে—যে কাজটা ও খুব ভালো পারে। ও অসাধারণ খেলোয়াড়, কিন্তু এখন থেকে আমরা আর রোনালদোর কথা ভেবে বসে থাকতে পারি না।

2021-09-01 18:31:24

2021-09-01 08:31:24

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *