ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্ট জ্যামাইকায় চালকের আসনে থেকেও শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত হার দেখতে হয়েছিল পাকিস্তানকে। তবে দ্বিতীয় টেস্টে দারুণ জয়ে সিরিজে সমতা আনে বাবর আজমের দল। আর তার সাথেই অধিনায়ক হিসেবে এলিট ক্লাবে ঢুকে যান বাবর আজম।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৯ রানের এই জয়ে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সেলিম মালিক এবং ওয়াকার ইউনিসের পর মাত্র তৃতীয় পাকিস্তানি অধিনায়ক হিসেবে প্রথম ছয় টেস্টের পাঁচটিতেই জয়লাভের দারুণ এই কীর্তি স্পর্শ করেছেন তিনি। যেখানে তিনি পিছনে ফেলেছেন ইমরান খান, রশিদ লতিফের মতো কিংবদন্তি অধিনায়কদের।
ওয়ানডে এবং টি-টোয়েন্টির পর গেল বছর নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট অধিনায়কের দায়িত্বও তুলে দেওয়া হয় বাবর আজমের কাঁধে। তবে আঙ্গুলের চোটে সেই সিরিজে মাঠেই নামা হয়নি সময়ের অন্যতম সেরা ব্যাটারের।
যার ফলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাদা পোষাকের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল বাবর আজমের। তার নেতৃত্বে ঘরের মাঠে দুই ম্যাচের সেই টেস্ট সিরিজে প্রোটিয়াদের ২-০ তে ধবলধোলাই করেছিল পাকিস্তান।
এরপর তার অধিনায়কত্বে জিম্বাবুয়ে সফরে যেয়ে স্বাগতিকদের একই ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে আসে পাকিস্তান। আর সবশেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১ হারের বিপরীতে ১ জয় পেলেন বাবর আজম।
2021-08-29 18:57:56
2021-08-29 18:57:56