রূপকথা চুপকথা

সোনার কাঠী রূপার কাঠী অদলবদল করে রাজকন্যাকে ঘুম পারানো আর ঘুম ভাঙ্গার গল্প। শুরু হয়েছে রূপকথার গল্প বলা। সিপিবি, বাসদ, জাসদ, ওয়ার্কার্স পার্টি মাঠে নেমেছে ১৯৭২ এর সংবিধান বাস্তবায়নে। সিপিবি তা পারে, তাকে পারতেই হবে কারন বাকশালে তারাও ছিল অন্যদের মধ্যে কেউ আবার এই সেইদিন বর্তমান সরকারের সাথে ক্ষমতায় থেকে আলহাজ্ব কমরেড হয়ে বিদায় নিলো। সুতরাং খেলাটা কোন খানে আর প্রোপ্যাগান্ডা কিসে সে কি বলবার অপেক্ষা রাখে? 
১৯৭২ এর সংবিধানে ফিরে যাবে ভাল কথা – প্রধান মন্ত্রীর একক ক্ষমতা কি তখন রাজতন্ত্রের বদলে গণতন্ত্র দিবে? 
‘৭২ এর সংবিধান তো ফাঁকিজুকুর সংবিধান; যা কিনা ১৯৭০ এর সামরিক (জেনারেল ইয়াহিয়া খান) জান্তার এল এফ ও এর আদলে লিখা।
’৭২ এর সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধির সকল প্রতিনিধিত্ব গ্রাস করে জনগণের নির্বাচিত প্রতিনিধিকে ৭০ অনুচ্ছেদ এর বদৌলতে দল দাসে পরিণত করে। জনগণের প্রতিনিধি জনগণের কথা না বলে দলের দাসে পরিণত হবে এমনটা কি আশা করেন আপনি?
আদীল
ঢাকা – ২৫.১০.২০২১

2022-04-09 16:39:50

2022-04-09 06:39:50

Published
Categorized as 54

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *