রাস্তায় ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন সালমান খান

গাল ভর্তি দাড়ি, উস্কো খুস্কো চুল, পরনে লাল শার্ট ও ডেনিম, মাথায় বাঁধা পট্টি – সম্প্রতি এমনই বেশে রাশিয়ার রাস্তায় ঘুরতে দেখা গেছে বলিউড সুপারস্টার সালমান খানকে। 

চট করে দেখলে চেনার উপায়ও নেই তাকে। তবে ব্যক্তিগত কোনো কারণে সালমান এমন বেশভূষা ধরেননি। তার এই নতুন লুক ‘টাইগার থ্রি’ সিনেমার জন্য।

এই মুহূর্তে ছবিটির পুরো টিম রাশিয়াতে আছে শুটিংয়ের জন্য। সালমানের সঙ্গে রাশিয়ার রাস্তায় দেখা গেছে তার ভাই সোহেল খানের ছেলে নির্ভান খানকেও।

মহেশ মাঞ্জরেকর পরিচালিত এই ছবিতে সালমান খান ছাড়াও রয়েছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি। ভারতজুড়ে লকডাউন শিথিল হওয়ার পরই এই ছবির শুটিং শুরু করেছিলেন সালমান। 

কিন্তু, মহারাষ্ট্রে হঠাৎ করে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় সরকারি নির্দেশ মেনে বন্ধ করে দিতে হয়েছিল ছবির শুটিং। তারপর সাইক্লোনের কারণেও ক্ষতির মুখে পড়তে হয় এই ছবিকে। সব কিছু সামলে বেশ জোরেসোড়ে শুরু হয়েছে ‘টাইগার থ্রি ’ ছবির শুটিং।

বিদেশের পাশাপাশি মুম্বাইয়ের একাধিক জায়গাতে হবে ছবির শুটিং। এছাড়াও ২ মাস টানা শুটিং চলবে ইউরোপের বিভিন্ন শহরে। সেই সঙ্গে ছোট কয়েকটি দৃশ্যের শুটিং হবে আরব আমিরাতে। এই ছবির জন্য ক্যাটরিনা কাইফ বিশেষ প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে ।

2021-09-01 18:31:25

2021-09-01 08:31:25

Published
Categorized as 20

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *