ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে সমর্থন করার জন্য চীন কোনো প্রাণঘাতী অস্ত্র ও গোলাবরুদ পাঠাবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছিন গাং।
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থনে অস্ত্র ও গোলাবারুদ পাঠাবে না বেইজিং। বরং চলমান সংকট নিরসনে সব কিছু করবে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে রাশিয়াকে সহায়তা করার বিরুদ্ধে সতর্ক করার পর এমন বক্তব্য দিলেন ছিন গাং।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র দেবে চীন। এমন খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পেলে শি জিনপিংকে সতর্ক করেন বাইডেন। এক ভাষণে বাইডেন বলেন, রাশিয়াকে কোনও ভাবে অস্ত্র সহায়তা দিলে এর জন্য চীনকে ‘পরিণতি’ ভোগ করতে হবে।
রাশিয়াকে অস্ত্র সরবরাহের খবর ইতোমধ্যে অস্বীকার করেছে বেইজিং। দেশটি একে ভুল তথ্য বলে দাবি করেছে। যদিও ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানায়নি চীন।
2022-04-09 16:35:01
2022-04-09 06:35:01