গেল বছর আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেয়া যুবরাজ সিং সে বছরই ভারতের প্রচলিত প্রথা ভেঙ্গে খেলে এসেছিলেন কানাডার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট গ্লোবাল টি-টোয়েন্টি লিগ।
এবারে তিনি আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার।
ক্রিকেট অস্ট্রেলিয়া ইতোমধ্যে যুবরাজের দল খোঁজার কাজও শুরু করে দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
যুবরাজের ম্যানেজার জেসন ওয়ার্ন এ প্রসঙ্গে বলেন, আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে মিলে তার দল খোঁজার চেষ্টা করছি। ক্রিকেট অস্ট্রেলিয়া যুবরাজকে দলে ভেরাতে আগ্রহী এমন ফ্র্যাঞ্চাইজি খুজছে।
এদিকে যুবরাজের বিগব্যাশে খেলার আগ্রহ প্রকাশকে টুর্নামেন্টটির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রেসিডেন্ট শেন ওয়াটসন।
ওয়াটসনের ভাষ্যমতে, এই টুর্নামেন্টে (বিগ ব্যাশ) ভারতীয়দের অংশগ্রহণ দারুণ বিষয় হবে। ভারতে এমন অনেক বিশ্ব-মানের টি-টোয়েন্টি খেলোয়াড় রয়েছেন যারা ভারতের হয়ে খেলছেন কিন্তু বিগ ব্যাশসহ এবং বিশ্বের অন্যান্য টুর্নামেন্ট খেলেন না। আমি মনে করি সেখানে তাদের খেলা উচিৎ।
2021-05-04 21:23:09 0000-00-00 00:00:00