যুদ্ধ বন্ধে ফ্রান্স-জার্মানির আহ্বান প্রত্যাখ্যান করলেন পুতিন! 

ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর সামরিক অভিযানের ১৭তম দিন চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের খুব কাছেই অবস্থান করছে রুশ সেনারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ও জার্মানির চ্যান্সেলর। 
তবে ফ্রান্স ও জার্মানির আহ্বান প্রত্যাখ্যান করেছেন পুতিন। কিয়েভের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলে রুশ সেনাদের হামলা চলছেই। এমন অবস্থায় রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 
পুতিনকে এ আলোচনায় বসতে রাজি করার জন্য ইসরায়েল প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এছাড়া জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে আলোচনায় অংশ নিয়ে যুদ্ধ বন্ধে আহ্বান জানান। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্ততায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে স্বাগত জানান। 
এছাড়া জেলেনস্কি বলেন, বলেন, রুশ আক্রমণের প্রথম ১৭ দিনে প্রায় ১ হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। শুক্রবার ইউক্রেনের সেনাদের কাছে ৫০০ থেকে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছে। 
তিনি আরও বলেন, মানুষের মাথা ও মন দখল করা সম্ভব নয়। শুধুমাত্র অস্থায়ীভাবে ইউক্রেনের শহরগুলো দখল করা যাবে। তবে সেটাও চিরকালের জন্য নয়। আমি এ বিষয়ে পূর্ণ আস্থাশীল।

2022-04-09 16:35:02

2022-04-09 06:35:02

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *