ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর সামরিক অভিযানের ১৭তম দিন চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের খুব কাছেই অবস্থান করছে রুশ সেনারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ও জার্মানির চ্যান্সেলর।
তবে ফ্রান্স ও জার্মানির আহ্বান প্রত্যাখ্যান করেছেন পুতিন। কিয়েভের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলে রুশ সেনাদের হামলা চলছেই। এমন অবস্থায় রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পুতিনকে এ আলোচনায় বসতে রাজি করার জন্য ইসরায়েল প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এছাড়া জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে আলোচনায় অংশ নিয়ে যুদ্ধ বন্ধে আহ্বান জানান। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্ততায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে স্বাগত জানান।
এছাড়া জেলেনস্কি বলেন, বলেন, রুশ আক্রমণের প্রথম ১৭ দিনে প্রায় ১ হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। শুক্রবার ইউক্রেনের সেনাদের কাছে ৫০০ থেকে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছে।
তিনি আরও বলেন, মানুষের মাথা ও মন দখল করা সম্ভব নয়। শুধুমাত্র অস্থায়ীভাবে ইউক্রেনের শহরগুলো দখল করা যাবে। তবে সেটাও চিরকালের জন্য নয়। আমি এ বিষয়ে পূর্ণ আস্থাশীল।
2022-04-09 16:35:02
2022-04-09 06:35:02