যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনেট

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গেও তিনি সাক্ষাৎ করতে পারেন।

ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সাথে ‘নতুন করে’ সম্পর্কোন্নয়ন এবং ‘চিরশত্রু’ ইরান বিষয়ে অভিন্ন অবস্থানে পৌঁছানোর আশায় নাফতালি বেনেট এ সফরে যাচ্ছেন।

গত জুনে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে বেনেট যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তিনি জো বাইডেনের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালাবেন। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেনের বিরাগভাজন ছিলেন। যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে রিপাবলিকান দলকে এভাবে সরাসরি সমর্থন জানানোয় নেতানিয়াহুকে দায়ী করা হয়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ইসরাইল বিষয়ক সিনিয়র পলিসি অ্যাডভাইজার স্কট লসানস্কি এএফপিকে বলেন, ‘বর্তমানে এ দুই দেশের মধ্যে বড় ধরনের লেনদেন দ্বিপাক্ষিক সম্পর্ককে সতেজ ও পুনঃস্থাপন করছে।’

ওবামা প্রশাসনের মধ্যস্থতায় ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে হওয়া ২০১৫ সালের পরমাণু চুক্তির সরাসরি কঠোর সমালোচনা করার মাধ্যমে নেতানিয়াহু ডেমোক্র্যাট নেতাদের থেকে অনেক দূরে সরে যান। যুক্তরাষ্ট্রের ওই প্রশাসনে বাইডেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড গত জুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিনকেনের সাথে সাক্ষাতের সময় নতুন পদক্ষেপের ইঙ্গিত দেন।

ল্যাপিড বলেন, ‘বিগত কয়েক বছর ধরেই ভুল করা হচ্ছিল। আমরা এক সাথে কাজ করে এসব ভুলের নিরসন ঘটাব।

2021-09-01 18:31:25

2021-09-01 08:31:25

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *