বিল গেটসের সম্পদের বর্তমান আর্থিক মূল্য ৮ হাজার ১৬০ কোটি মার্কিন ডলার। প্রতিদিন এই সম্পদ আরও বাড়ছে। বিল গেটস তাঁর দাতব্য কাজ নিয়েই সব সময় ব্যস্ত থাকেন।
নতুন খবর হচ্ছে, যুক্তরাষ্ট্রে বেসরকারিভাবে সবচেয়ে বেশি কৃষি জমির মালিক মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। দেশটিতে ২ লাখ ৪২ হাজার একর কৃষি জমির মালিক তিনি।
এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্যে বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের মালিকানায় এসব কৃষিজমি আছে।
তাদের মালিকানায় লুইজিয়ানায় ৬৯ হাজার ৭১ একর, আরকানাসে ৪৭ হাজার ৯২৭ একর ও নেব্রাস্কায় ২০ হাজার ৫৮৮ একর কৃষিজমি রয়েছে।
2021-05-04 20:38:37
2021-01-16 14:56:15