যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার মত বাইডেনের যোগ্যতা নেই : ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প র্নিবাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার অযোগ্য বলে উল্লেখ করেছেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, ‘বাইডেন পাগলাটে। মানসিকভাবে তিনি ক্ষ্যাপাটে ধরনের। আগামী নভেম্বরের নির্বাচনে বাইডেন জিতলে তিনি এই দেশকে ধ্বংস করবেন।
করোনা মহামারি, জাতিগত বিক্ষোভ ও অর্থনীতি নিয়ে চ্যালেঞ্জের মুখে থাকা ট্রাম্প সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে নানা ধরনের মনগড়া মন্তব্য করেই চলেছেন।
ট্রাম্প আরো বলেন, বাইডেন নির্বাচিত হলে ধর্ম শেষ হয়ে যাবে। এ প্রসঙ্গে তিনি ভাইরাস প্রতিরোধে ডেমোক্রেট কর্মকর্তাদের চার্চে যাওয়ার ওপর নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাইডেন কর তিনগুণ করবেন। পুলিশের অর্থায়ন বন্ধ করবেন।
হেরে গেলে নভেম্বরের নির্বাচনী ফলাফলকে ট্রাম্প মেনে নেবেন কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাকে দেখতে হবে। আমি এখনি হ্যাঁ বলতে চাচ্ছি না।’
ট্রাম্পের এই সাক্ষাৎকার এমন সময়ে নেওয়া হয়েছে যখন মতামত জরিপে দেখা গেছে বাইডেন তার থেকে এগিয়ে রয়েছেন।
সাক্ষাতকারে প্রশ্নকর্তা ফক্সের নতুন মতামত জরিপের কথা ট্রাম্পকে জানান। জরিপে মহামারি মোকাবিলায় বাইডেন ট্রাম্পের চেয়ে ১৭ পয়েন্টে, জাতিগত বিক্ষোভ বিষয়ে ২১ পয়েন্ট এবং অর্থনীতির ক্ষেত্রে ১ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এ ছাড়া ওয়াশিংটন পোস্ট-এবিসির জনমত জরিপে বাইডেন ট্রাম্পের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন।
এসব জরিপ উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, হোয়াইট হাউসের জরিপে তিনি জয়ী হচ্ছেন বলে দেখানো হয়েছে।
ট্রাম্প (৭৪) প্রায়ই বাইডেনের (৭৭) মানসিক দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তাই তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, তিনি বাইডেনকে জরাগ্রস্ত মনে করেন কি না?
এর জবাবে ট্রাম্প বলেন, ‘আমি তা বলতে চাচ্ছি না। আমি বলছি তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।’ তিনি আরো বলেন, ‘বাইডেনকে এ ধরনের সাক্ষাৎকারের জন্য বসিয়ে দিলে তিনি মায়ের জন্য কান্নাকাটি শুরু করে দেবেন।’
করোনা মোকাবিলায় ট্রাম্প তাঁর পদক্ষেপসমূহ আবারও সমর্থন করেছেন। তিনি বলেন, পরীক্ষার দিক থেকে আমরা বিশ্বে ঈর্ষর্ণীয় জায়গায় রয়েছি। করোনা একদিন চলে যাবে। তিনি তার এ পূর্বের বক্তব্য প্রসঙ্গে বলেন, শেষ পর্যন্ত আমার কথাই ঠিক হবে।
এদিকে লাখ লাখ লোক বেকার হওয়া সত্ত্বেও ট্রাম্প বলেছেন, অর্থনীতির গতি যথেষ্ট ভালো।

2021-05-04 20:01:08

0000-00-00 00:00:00

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *