যা থাকছে ইনস্টাগ্রামের নতুন ফিচারে

বিশ্বব্যাপী মেটার মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও। প্রতিনিয়ত নতুন ফিচার যোগ হচ্ছে ইনস্টাগ্রামে। যা ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করছে। 
এবার আরও একটি নতুন ফিচার নিয়ে এলো ইনস্টাগ্রাম। নতুন ফিচারটি হচ্ছে টেমপ্লেটস। এই ফিচারের মাধ্যমে রিলে তৈরি হবে আরও সহজ। নতুন ফিচারটি টিকটকের টেমপ্লেট টুলের আদলেই তৈরি হতে চলেছে। যা ব্যবহারকরীদের আগে থেকে তৈরি করা ভিডিওর ধাঁচে নতুন ভিডিও তৈরির সুযোগ দেবে। 
গত জানুয়ারি মাসেই ইনস্টাগ্রামের এই ফিচারের বিষয়টি নজরে পড়েছিল। সে সময় ফিচারটি দেখতে কেমন হতে পারে, সে সংক্রান্ত স্ক্রিনশটও শেয়ার করা হয়েছিল নেট মাধ্যমে। এই ফিচারে এমন সুবিধা থাকবে যাতে, ব্যবহারকারী আগে থেকে তৈরি করে রাখা ভিডিও ফ্রেমে নিজের ছবি বসিয়ে দিতে পারেন। 
এমনকি নিজের মতো অডিও ব্যবহার করার সুযোগ থাকবে বলেও দাবি করা হয়েছিল। বোঝাই যাচ্ছে এতে ট্রেন্ডিং ভিডিও তৈরি করার ক্ষেত্রে খুব অল্প সময় ব্যয় করতে হবে।

2022-04-27 16:22:02

2022-04-27 16:22:02

Published
Categorized as 21

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *