ডঃ সৈয়দ আজীম চঞ্চল:
২০১৯ সালের ১৫ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলা চালিয়ে নামাজ পড়তে আসা ৫১ জনকে হত্যা করায় নিউজিল্যান্ড হাইকোর্ট ব্রেন্টন টেরেন্টকে আজীবন কারাদন্ডে দন্ডিত করেছেন। সাথে সাথে ঘোষণাও দিয়েছেন আসামী জেলে থাকাকালীন সময়ে কোনো পেরোল পাবেন না। পেরোল না পাওয়ার অর্থ জীবনের শেষ দিন পর্যন্ত থাকে জেলেই কাটাতে হবে। এই দেশের ইতিহাসে এ ধরনের দণ্ড এটাই প্রথমI
রায় ঘোষণার সময় ভাবলেশহীন ছিলেন ব্রেটনI উল্লেখ্য নিউজিল্যান্ডে মৃত্যুদণ্ডের কোন বিধান নাই।