একটি চক্র যাদের মনে-প্রাণে পাকিস্তান, তারা বুঝে না ইসলাম, বুঝে না সংস্কৃতি, বুঝে না দেশপ্রেম। এখন শুরু করেছে ভাস্কর্য বিরোধিতা, মূল কথা হলো বাংলাদেশের এগিয়ে যাওয়া রোধে বারবার চেষ্টা হয় ইসলামকে অপব্যবহার করে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে ইসলাম ধর্মের প্রসার আগে থেকে অনেক বেড়েছে। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে ধর্ম নিয়ে কেউই বাড়াবাড়ি না করতে। যারা বলে বেড়াচ্ছে ধর্ম নষ্ট হচ্ছে তারা এতিমের টাকা আত্মসাতকারীদের সমর্থন পুষ্ট। যা ইসলামে সম্পূর্নভাবে নিষেধ।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00