ইসলামের আমীর ও হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, যত ষড়যন্ত্র করা হোক কওমি মাদরাসা বন্ধ করতে পারবে না। কেয়ামত পর্যন্ত কওমি মাদরাসা চালু থাকবে।
হাটহাজারী মাদরাসা জনগণের (কওম) মাদরাসা, আমরা তাদের চাকর, এ মাদরাসা কওমের (জনগণের) সহযোগিতায় চলে।
কোন বিদেশি দেশি ষড়যন্ত্র কওমি মাদরাসা বন্ধ করতে পারবে না। দেশের হক্কানী আলেম ওলামা সম্মানের পাত্র ওলামায়েকেরাম আল্লাহর অলি। আলেম-ওলামাদের সাথে বেয়দবি কখনো সহ্য করা হবে না। নাস্তিক-মুরতাদ অপশক্তির ধ্বংস করতে প্রয়োজনে শহীদ হব।
তিনি আরও বলেন, সম্প্রতি করোনাকালীন সময়ে যখন করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যায়, মৃত ব্যাক্তিদের লাশ দাফনের জন্য কেহ এগিয়ে আসতো না। লাশ ফেলে রেখে স্বজনরা পালিয়ে যেত।
তখন ওলামায়ে কেরাম করোনায় মৃতদের লাশ দাফন কাফনের মতো বিশাল সেবামূলক কাজ করেছেন। ওলামায়ে কেরাম না থাকলে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের লাশ কুকুর শেয়ালে ছিঁড়ে ছিঁড়ে খেত।
2021-03-04 07:00:50
0000-00-00 00:00:00