মোল্লা, তুমি নাকি মহাজ্ঞানী

সম্রাট আকবর হঠাত হঠাতই মোল্লা দোঁপেয়াজার জ্ঞানের পরীক্ষা নিতেন। মস্করার ছলে। বিদ্বৎজন সবসময়ই মস্করাযোগ্য। বরাবরই বিদ্রূপের পাত্র! যখন তখন তাঁদের পরীক্ষা নিতে পারা যায়!
এক সন্ধ্যায় উড়ন্ত কাকের দল দেখিয়ে সম্রাট বললেন—মোল্লা, তুমি নাকি মহাজ্ঞানী! বলো দেখি রাজধানীতে কাকের সংখ্যা কত? মোল্লা বললেন—নয় লাখ নিরানব্বই হাজার নয়শ’ নিরানব্বইটি। যদি কম হয়, বুঝবেন বেড়াতে গেছে। বেশি হলে বুঝবেন বেড়াতে এসেছে।
[২য় শ্রেণির পাঠ্যপুস্তকে পড়া গল্প]
*
বৃটিশ লাটসাহেব স্বদেশি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকটি টাকা অনুদান দিয়েছেন। সেই অধিকারে স্কুল পরিদর্শনে এসেই দরিদ্র অংক শিক্ষককে চ্যালেঞ্জ দিলেন—‘ওস্টাড, আপ্নি নাকি গনিটে বিড়াট স্খলার। বলেন ডেখি এক পৌন (৮০টি) আন্ডার ডাম (দাম) আঢা (আধা) শিলিং হলে আমার বয়স কত?’ এক শিশু লাফিয়ে উঠে বলল—ওস্তাদকে লাগে নাকি? এই উত্তর আমরা প্রত্যকেই জানি! আপনার বয়স আঠারো বছর। আমার একটা দোস্ত আছে। আধা বেয়াদব। বয়স নয় বছর। আপনি তার ডাবল! নয়’দু’গুণে আঠারো।
[পিতামহের কাছে শোনা গল্প]
*
শিশুটি তার ওস্তাদের অপমান, বিদ্রুপটি মুহূর্তেই ধরে ফেলেছিল। শিশুরা সহজেই ধরতে জানে, বলতেও জানে। শিশুরাই শুধু রাজাকেও নির্ভয়ে বলে ফেলতে পারে–রাজা তুমি ল্যাংটা!
এইজন্যই নখদন্তকেশরহীন, ক্ষমতাহীন মোল্লা্,ওস্তাদ,পন্ডিতগণ শুধু শিশুদের কাছেই ফিরে যান! ক্ষমতাবান প্রশ্নকারীদের পাল্টা প্রশ্ন করার অধিকার বা সাহস কোনোটাই যে তাঁদের জন্য অনুমোদিত নয়!
মোল্লা পালটা প্রশ্ন করতে পারেননি সম্রাটকে, ওস্তাদ পারে্ননি লাটসাহেবকে! সৈয়দ মুজতবা আলী’র গল্পের পন্ডিতমশাইও পাঠশালা পরিদর্শনে আসা আরেকজন লাটসাহেবকে জিজ্ঞেস করতে পারেননি–তাঁর পরিবার সাহেবের তিন ঠ্যাংওয়ালা কুকুরের কয়টি ঠ্যাং-এর সমান? কেন সাহেবের কুকুরপালন-ব্যয় ৭৫ টাকা, যেখানে তাঁর মাইনে সাকুল্যে ২৫ টাকা? তিনিও সেই শিশুদের কাছে ফিরে গিয়েই জিজ্ঞাসা রেখেছিলেন—
“অপিচ আমি, ব্রাহ্মণী, বৃদ্ধা মাতা, তিন কন্যা, বিধবা পিসি, দাসী একুনে আটজন। আমাদের সকলের জীবন ধারণের জন্য আমি মাসে পাই পঁচিশ টাকা। এখন বল তো দেখি, তবে বুজি তোর পেটে কত বিদ্যে, এই ব্রাহ্মণ পরিবার লাট সায়েবের কুকুরের ক’টা ঠ্যাঙের সমান?”

ডিজিট্যাল যুগের ফেসবুকরাজ্যেও অনেক শিশুর বাস। সেইজন্যই মোল্লা, ওস্তাদ, পন্ডিতগণ ফেসবুকের শিশুদের কাছেই ফিরে যান। কতশত জিজ্ঞাসা রাখেন!

2021-03-11 21:37:25 2021-03-11 10:37:25
Published
Categorized as 54

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *