ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন ক্রিকেট সুপারস্তার সৌরভ গাঙ্গুলী। একের পর এক ঈঙ্গিতে এমনটাই বুঝাচ্ছেন তিনি।
কলকাতার রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাত করেছেন তিনি। এরপর দিনই দিল্লির এক অনুষ্ঠানে বিজেপির হাই প্রোফাইল নেতা অমিত শাহর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যও দিয়েছেন তিনি।
এ বিষয়ে পরোক্ষ ভাবে কথারচ বোম ফাঁটালেন পশ্চিমঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলে দিলেন, ভালো লোকদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তবে তিনি (সৌরভ) রাজনীতি করবেন কিনা সেটা আমার জানা নেই। তার মতো সফল ব্যক্তিদের রাজনীতিতে আসা উচিত।
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এর আগেও বেশ কয়েকবার সামনে এসেছে সৌরভ গাঙ্গুলীর নাম। সম্প্রতি রাজ্যে সফরে গিয়ে অমিত শাহুও বলে ফেলেন, মূখ্যমন্ত্রী পদপ্রার্থীর তালিকায় অনেকের নাম রয়েছে। সেটি একেবারে ছোট নয়।’
তবে সৌরভ গাঙ্গুলীর নামটা তিনি বাদ দেননি।
2021-03-07 00:50:56
2021-03-06 13:50:56