মেসির নতুন ইতিহাস

রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে শনিবার গোল পাননি লিওনেল মেসি। তবে একমাত্র গোলের ব্যবধানে পাওয়া জয়ে অবদান রেখেছেন ঠিকই। আর্তুরো ভিদাল গোলটি করেন মেসির অ্যাসিস্ট থেকেই। আর এতেই ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলেই দারুণ এক নজির গড়েছেন মেসি, হয়েছে ক্লাব রেকর্ডও।

এদিন মেসির অ্যাসিস্টটি ছিল মৌসুমে তার ২০তম। এর মধ্য দিয়ে একুশ শতকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে একই সঙ্গে অন্তত ২০ গোল (মেসির গোল ২২টি) ও ২০ অ্যাসিস্টের কীর্তি গড়েছেন।

মেসির আগে এই কীর্তি গড়েছিলেন থিয়েরি অরি। ২০০২-০৩ মৌসুমে আর্সেনালের হয়ে ২৪ গোল ও ২০ অ্যাসিস্ট ছিল ফরাসি তারকার।

আর এতে বার্সার হয়ে হয়েছে ইতিহাস। ক্লাবটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে অন্তত ২০ গোল ও ২০ অ্যাসিস্টের কীর্তি গড়লেন মেসি। এর আগে বার্সার হয়ে সবশেষ ২০ অ্যাসিস্ট ছিল জাভির, ২০০৮-০৯ মৌসুমে।

2021-05-04 16:12:07

2021-05-04 23:12:07

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *