বিলবাওয়ের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। অধিনায়ক মেসির জাড়া গোল। সেই সাথে জাল খুজে পেয়েছিল পেদ্রির বল।বুধবার (৬ জানুয়ারি) রাতে বিলবাওকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। বিলবাওয়ের পক্ষে গোল দুটি করেছেন ইনাকি উইলিয়ামস ও মুনিয়াইন। এই জয় দিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা।
যদিও ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয়েছে বার্সেলোনাকে। তৃতীয় মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে নিচু শটে জাল খুঁজে নেন উইলিয়ামসের বল।
কিন্তু তাদের এগিয়ে যাওয়ার সুফল বেশিক্ষণ ধরে রাখতে পারেননি ম্যাচের ১৪ মিনিটে বাঁ-দিক থেকে মেসির দূরের পোস্টে নেওয়া ক্রস বের হয়ে যাচ্ছিল। অমন সময় লাফিয়ে বল বক্সের মুখে পাঠান ফ্রেংকি ডি ইয়ং। সেখানে ছিলেন পেদ্রি। সুযোগ হাতছাড়া না করে হেডের মাধ্যমে বল পাঠিয়ে দেন নিজ গন্তব্যে।
শেষের দিকে আরেকটি গোলের মাধ্যমে পার্থক্য কমায় বিলবাও। কিন্তু ততক্ষণে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
আয়োজিত এ লিগে ১৭ ম্যাচে ৯টি জয় ও ৩টি ড্র-এ ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সা। ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ। সবচেয়ে বেশি ৩৮ পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে রযেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
2021-05-04 22:52:14
2021-01-06 14:35:29