বয়স ৩৫ পেরিয়েছে। এখনও আরও কিছু বছর সর্বোচ্চ পর্যায়ে খেলার ক্ষমতা রাখেন লিওনেল মেসি। তবে এরমধ্যেই নিজেকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন নিজেকে।
এদিকে, বিশ্ব ফুটবলের দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো, এদের মধ্যে কে সেরা এমন প্রশ্ন ঘুরপাক খায় সর্বত্রই। একই ধরনের প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেটের মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকারকে। তিনি জানান, তার চোখে বিশ্বসেরা ফুটবলার মেসি।
মার্কিন সাংবাদিক গ্রাহাম বেনসিঙ্গার নিজের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান ‘ইন ডেপথ’-এ শচিনের সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারে ভারতীয় কিংবদন্তি বলেন, ‘মেসির সঙ্গে আমার মিল বেশি।’
ভারতের মানুষের কাছে ক্রিকেট কি, এমন প্রশ্নে শচিন বলেন, ‘ব্রাজিলের কাছে ফুটবল যা, সেটিকে ১০ দিয়ে গুণ করুন। ভারতের কাছে ক্রিকেট তা-ই।’
2022-04-09 16:35:54
2022-04-09 06:35:54