মেলবোর্ন জুড়ে আজ পঞ্চম দিনের মত লকডাউন বিরোধী বিক্ষোভ চলছে

শামসুল আরেফীন, মেলবোর্ন: মেলবোর্ন জুড়ে অবৈধভাবে বিক্ষোভ করার পর আজও ২০০ এর বেশি লোককে গ্রেফতার করেছে ভিক্টোরিয়া পুলিশ। 
টানা পঞ্চম দিন বিক্ষোভ চলতে থাকলে আজ বিক্ষোভকারীরা মেলবোর্নের উত্তরের একটি পার্কে জড়ো হতে থাকলে সেখানে অবস্থানরত কয়েক ডজন বিক্ষোভকারীদের পুলিশ ঘিরে ধরে। দেখা গেছে, নর্থকোটের অল নেশনস পার্ককে ঘিরে ভারী অস্ত্র নিয়ে পুলিশ বিক্ষোবকারীদের গ্রেপ্তার করছে।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, পার্ক এবং আশেপাশের শপিং সেন্টারে ৪০০ জন বিক্ষোভকারী জড়ো হওয়ার পর নর্থকোট থেকে ৮০ জনকে গ্রেপ্তার করেছে। প্রথমে পুলিশ দ্রুত এগিয়ে গিয়ে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে দেয়, এত বেশ কয়েকজন কর্মকর্তাও আহত হন ।
বিক্ষোভকারীদের মূলত মেলবোর্ন সিবিডিতে জড়ো হওয়ার কথা ছিল। বুর্কে এবং এলিজাবেথ রাস্তার কোনায় সকাল ১০ টায় ছয়টি ভিন্ন অবস্থানে সমাবেত হওয়ার ঘোষণা করা হয়েছিল, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে।
এই সপ্তাহে হাজার হাজার বিক্ষোভকারী মেলবোর্ণ সিবিডি দখল করে নিয়েছে, বুধবার শহরের স্মৃতিফলকে অপমান করা সহ শহরের রাস্তা জুড়ে সমাবেশ করেছে।
ভিক্টোরিয়া পুলিশ গত বুধবার ২১৫ জনকে গ্রেপ্তার করেছে এবং শান্তপূর্ণভাবে বিক্ষোভ চলাকালীন সময়েও গতকাল আরও ৯২ জনকে গ্রেপ্তার করেছে।
স্বাস্থ্যমন্ত্রী মার্টিন ফোলি বলেছেন, বুধবার সমাবেশের পর বিক্ষোভকারীরা এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অধ্যাপক সুটন বলেন, বিক্ষোভের ফলে সংক্রমণ বিস্ফোরিত হয় কিনা তা সময়ই বলে দেবে।

2021-09-30 16:43:09

2021-09-30 06:43:09

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *