মেলবোর্নে অভিনব উপায়ে জোন্সকে স্মরণ

স্পোর্টস ডেস্কঃ গত ২৪ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডিন জোন্স। মুম্বাইয়ে আইপিএলের ধারাভাষ্য দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি।

এই কিংবদন্তিকে বিশ্বের নানা প্রান্তে নানাভাবে স্মরণ করা হয়েছে। এবার তাকে তার প্রিয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অভিনব উপায়ে শ্রদ্ধা জ্ঞাপন করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

মেলবোর্নে চলছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। বক্সিং ডে টেস্টের চা বিরতির সময় উইকেটে গিয়ে স্ট্যাম্পের ওপর জোন্সের ব্যাগি গ্রিন ও তার ব্যবহৃত ব্যাট রাখেন দেশটির সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার, ডিন জোন্সের স্ত্রী জেন, দুই মেয়ে অগাস্টা ও ফোয়েবে।

অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন জোন্স। লাল বলের ক্রিকেটে ১৪টি হাফসেঞ্চুরি ও ১১টি সেঞ্চুরিতে ৩৬৩১ রান করেছেন তিনি। ওয়ানডেতে ৪৬টি হাফসেঞ্চুরি ও ৭টি সেঞ্চুরিতে ৬০৬৮ রান করেছেন তিনি।

2021-03-04 07:07:14

2021-03-03 20:07:14

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *