সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো: রাশেদ খান হত্যার ঘটনায় পারিবারিক ভাবে মামলা করা হচ্ছে। পুলিশের গুলিতে তার নিহত হওয়ার ঘটনায় ইতোমধ্যে কক্সবাজার আদালতে পৌঁছেছেন বোন শারমিন শাহরিয়া।
বুধবার ৫ আগস্ট, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে কক্সবাজার জেলা প্রশাসনের সামনে পৌঁছান তিনি। পরে অ্যাডভোকেট মো: মোস্তফার চেম্বারে যান। মামলার কাগজ প্রস্তুত হলে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলা করবেন বলে জানা গেছে। তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। এর আগে নিজস্ব প্রাইভেট কারে টেকনাফ থেকে কক্সবাজারে যাওয়ার সময় গত ৩১ জুলাই রাত ৯টার দিকে হত্যাকাণ্ডের শিকার হন রাশেদ।
রাশেদের বাড়ি যশোরের বীর হেমায়েত সড়কে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সেও ‘এসএসএফ’ দায়িত্ব পালন করেছেন তিনি।তার বাবা মুক্তিযোদ্ধা এরশাদ খান অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। ৫১ বিএমএ লং কোর্সে সেনাবাহিনীর কমিশন লাভ করেছিলেন সিনহা রাশেদ। পরে ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাস থেকে স্বেচ্ছায় অবসর নেন।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00