জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরামের আহ্বায়ক কমিটির প্রধান ড. কামাল হোসেন বলেছেন, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের হত্যাকাণ্ড দেখিয়ে দিয়েছে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে।
দলীয়করণ, বিচার বহির্ভূত হত্যা, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকা’ণ্ডে পুলিশকে ব্যবহারের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দলের কেন্দ্রীয় কমিটির সভায় ভার্চুয়ালি অংশ নেন ড. কামাল হোসেন। পরে গণফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
গণফোরাম প্রধান বলেন, দেশের সব সমস্যা সমাধানের জন্য জাতীয় ঐক্যকে আরও জোরদার করতে হবে। জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
ড. কামাল বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে; অন্যদিকে করোনাকে নিয়ে সরকারের প্রশ্রয়ে দুর্নীতি হচ্ছে।
এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার নিচ্ছে না। এবার বন্যায় ও নদী ভাঙনে কৃষকদের ফসল নষ্ট হয়েছে, মানুষের ঘরবাড়ি, জমি, স্কুল-কলেজ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কোনো সরকারই বন্যা, নদী ভাঙনের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00