পবিত্র রমজান মাসে মুসলিমদের পাশে থাকার কথা জানিয়ে গত ১৭ এপ্রিল ইংলিশ বোর্ড থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় এই ইফতার আয়োজন। যেখানে মুসলিম ক্রিকেটারদের পাশাপাশি অংশ নেন অন্যান্য ধর্মাবলম্বীর ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরা।
সে ইফতারে অংশ নিয়েছিলেন ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগান। জাতীয় দলের কোনো ম্যাচ না থাকায় এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আসরে দল না পাওয়ায় ব্যস্ততা নেই মরগানের। তাই সময় ও সুযোগ বুঝে অংশ নেন লর্ডসের ইফতার আয়োজনে। যেখানে উপস্থিত হতে পেরে বেশ উচ্ছ্বসিত ইংলিশ দলনেতা।
এরপর গতকাল শুক্রবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্ট বার্তায় মরগান বলেন, ‘লর্ডসে প্রথমবারের মতো ইফতারের আয়োজন করায় গতকাল সন্ধ্যাটা সত্যিই উপভোগ্য ছিল। রামাদান কারিম।’
লর্ডসের এই আয়োজনে অংশ নিয়েছিলেন ক্রিকইনফোর সাবেক প্রতিবেদক ও বর্তমানে ‘দ্য ক্রিকেটার’–এর জেষ্ঠ প্রতিবেদক জর্জ ডোবেলও। এক টুইটবার্তায় তিনি লেখেন, ‘লর্ডসের লং রুমে ইফতারের নিমন্ত্রণ পেয়ে নিজেকে খুব সম্মানিত লাগছে। আমার সঙ্গে আছেন আজিম রফিক, তাকে ছাড়া এই আয়োজন সম্ভব হত না বলেই মনে হয়।’
2022-04-22 16:33:27
2022-04-22 16:33:27