দুবাইয়ে অস্ত্রোপচার করিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের আগে সম্পূর্ণ সুস্থতা ফিরে পাবার অপেক্ষায় রয়েছেন তিনি।
গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে বঙ্গবন্ধু টি-২০ কাপের ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুমিনুল। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।
তিনি চিকিৎসার জন্য দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেখানে বারজিল হাসাপাতালে ভর্তি হন। যেখানে তার আঙ্গুলে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
2021-05-04 21:35:05
0000-00-00 00:00:00