দেশের কতিপয় রাজনীতিবিদ, সাংবাদিক সহ আরো অনেকের কার্যক্রম প্রমান করে রাষ্ট্রীয় ক্ষমতার অগণতান্ত্রিক চরিত্র কার্যকর থাকলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয় না, কিন্তু কোন সংগঠনের নামের সঙ্গে ৭১ সংখ্যাটি থাকলে তার কাজের সমালোচনা করলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়। মুক্তিযুদ্ধের প্রতি সন্মান প্রদর্শনের এ এক অদ্ভুত নমুনা তাই নয় কি?
মুক্তিযুদ্ধকে নাম মাত্র মুল্যে ফেরী করে এরা নিজেদের আখের গোছায়। মুক্তিযুদ্ধের পক্ষে অবস্হান গ্রহনকে এরা শুধু জামাত-শিবির-বিএনপি র বিরোধিতা বোঝে, আর বোঝে অগণতান্ত্রিক রাষ্ট্রীয় ক্ষমতার গণবিরোধী কার্যক্রমের তোষামোদী করা।
মুক্তিযুদ্ধের মুল লক্ষ্য যে জনগণের জন্য সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতে সক্ষম গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা এ বিষয়ে এরা মুখে কুলুপ এঁটে থাকে ।এরা নাকি মুক্তিযুদ্ধের সৈনিক?
প্রকৃত অর্থে দেশে বিদ্যমান জবাবদিহিহীন অগণতান্ত্রিক রাষ্ট্রের ধ্বংস সাধন করে জনগণের নিকট জবাবদিহিতায় সাংবিধানিকভাবে বাধ্য গণতান্ত্রিক রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে যারা কাঁধে কাঁধ মিলিয়ে চলবে তাঁরাই হবে মুক্তিযুদ্ধের প্রকৃত সৈনিক।
ভুল মানদন্ডে আগাম বাছ-বিচার করে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে ট্যাগ লাগিয়ে শত্রু-মিত্র নির্ধারণ মুক্তিযুদ্ধকে কলুষিত করা মাত্র যা এতদিন হয়ে আসছে।
মতিন উদ্দিন
বাংলাদেশ
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00