মুক্তিযুদ্ধকে নিজেদের যুদ্ধ দাবি মোদির, বাংলাদেশের অবদান নেই

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। এই যুদ্ধে ভারত সহযোগীতা করেছিল বাংলাদেশকে। তাই ভারতেও এই দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করে।

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ভারেতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেন। কিন্তু তিনি সেখানে মুক্তিযুদ্ধকে নিজ দেশের সশস্ত্র বাহিনীর লড়াই বলে উল্লেখ করেন। শুধুমাত্র তাদের যুদ্ধের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে তিনি সেখানে দাবি করেন।

তিনি লিখেন, বিজয় দিবসে আমরা সশস্ত্র বাহিনীর অবিচল সাহসকে স্মরণ করছি, যা একাত্তরের যুদ্ধে আমাদের জাতির জন্য একটি চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল। এই বিশেষ বিজয় দিবসে জাতীয় স্মৃতিস্তম্ভে স্বর্ণিম বিজয় মশাল জ্বালানোর সম্মান পেলাম।

মোদি সেই টুইটে একবারও বাংলাদেশের বীর যোদ্ধা কিংবা বাংলাদেশের কথা উল্লেখ করেননি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বাংলাদেশি ক্ষেপে গিয়েছেন। কড়া ভাষায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তার বক্তব্যের জবাব দিচ্ছেন।

মোদীর পথে হেঁটেছেন তার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি যার জন্য বাংলাদেশিদের দরদ উথলে উঠে সেই রাহুল গান্ধীও। তারা সবাই শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। তবে বাংলাদেশের কথা একবারও উল্লেখ করেননি।

2021-03-04 07:58:38

2021-03-03 20:58:38

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *