কেবল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নয়, মিয়ানমারের আগামী ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনের দিকেও এখন দৃষ্টি বাংলাদেশসহ সারা বিশ্বের।
রোহিঙ্গা সংকট সহ নানা কারণে চীনের প্রভাব বলয়ে থাকা মিয়ানমারের ওই নির্বাচনের ব্যাপারে জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলোর বিশেষ আগ্রহ রয়েছে।
২০১৫ সালে রোহিঙ্গাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার পর এবারের নির্বাচনেও তারা ভোট দিতে পারছে না। রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বাংলাদেশ। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র মিয়ানমারের নতুন সরকারকে চাপ দেবে বলে বাংলাদেশকে আশ্বাস দিয়েছে।
এ ছাড়া চীন আগামীতে বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছে। মিয়ানমারে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে অগ্রগতি হতে পারে।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00