বাংলাদেশ – মিয়ামনার সীমান্তের নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে মোহাম্মদ ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোহাম্মদ ইসলাম পেশায় একজন জেলে ছিলেন। তিনি টেকনাফের বরইতলী গ্রামের গুরা মিয়ার ছেলে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নজির আহমেদ জানান, তিন সঙ্গীসহ মোহাম্মদ ইসলাম নাফ নদীতে মাছ ধরতে যান। কিছুক্ষণ পরেই মিয়ানমারের বাহিনী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পেটে গুলিবিদ্ধ মোহাম্মদ ইসলামকে গুরুতর আহত অবস্থায় তার সঙ্গীরা উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসে।
সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
টেকনাফ থানার ওসি খোরশেদ আলম জানান, একজন মিয়ানমার বাহিনীর গুলিতে মারা গেছেন বলে শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
2021-03-13 20:37:34
2021-01-17 07:20:55