আবারো গর্জে উঠেছে মিশরের জনগণ। মিশরের রাজধানী কায়রোর গুরুত্বপূর্ণ গিজা এলাকাতে ভয়াবহ বিক্ষোভ করে মিশর বাসী।তারা সিসি সরকারের পদত্যাগ দাবীতে এই বিক্ষোভের আয়োজন করে।
মিশরবাসী বুঝতে পেরেছে মুসলমান জাতি কে রক্ষা করতে হলে এই মুহূর্তে গর্জে উঠতে হবে। কারন আরব উপদ্বীপের মুসলমান শাসকরা যেভাবে ইসরাইলের হাতে আত্মসমর্পণ করছে এতে গোটা আরব হুমকির মুখে পড়েছে।
এই মুহূর্তে মিশরের সিসি সরকারের পতনের মাধ্যমে যদি এরদুয়ানের সাথে ঐক্য প্রতিষ্ঠা করা যায় তাহলে পৃথিবীর কোন শাসক মুসলমানদের দমিয়ে রাখতে পারবে না।
2021-05-04 18:31:32
0000-00-00 00:00:00