ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন করেছেন সাকিব আল হাসান। সিরিজের জন্য শুরু হয়েছে ক্রিকেটারদের করোনার নমুনা সংগ্রহ। এদিকে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকায় এসেছেন ব্যাটিং পরামর্শক জন লুইস।
শ্বশুরের অসুস্থতার কারণে গত ১৫ ডিসেম্বর আমরিকায় যান সাকিব। আর দেশে ফেরেন ৩ জানুয়ারি। এরপর করোনা টেস্টে নেগেটিভ হওয়ায় আজ শুরু করেন ঐচ্ছিক অনুশীলন।
মিরপুরের হোম অব ক্রিকেটে দীর্ঘক্ষণ করেন ব্যাটিং অনুশীলন। তবে শুরুর দিনে কোনো জিম কিংবা রানিং করেননি টাইগারদের এই বিশ্বসেরা।
সিরিজের জন্য বাড়ি বাড়ি গিয়ে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনার পরীক্ষা। ফলাফলের আগ পর্যন্ত নিজ বাড়িতেই হোম আইসোলেশনে থাকবেন ক্রিকেটাররা। ১০ তারিখ থেকে শুরু হচ্ছে টাইগারদের আনুষ্ঠানিক কন্ডিশনিং ক্যাম্প।
এদিকে ব্যাটিং পরামর্শক জন লুইস পৌঁছেছেন ঢাকায়। বিসিবি তার ১৪ দিনের কোয়ারেন্টাইনের সময় কমিয়ে আনার ব্যাপারে সরকারের কাছে আবেদন করেছে। তবে, সে ক্ষেত্রে তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসতে হবে দুবার।
2021-05-04 21:37:02
2021-01-06 16:26:49